MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

‘ঐশ্বরিয়া সত্যিই সুন্দর’

In বিবিধ বিনোদন - Sep 04 at 9:32am
‘ঐশ্বরিয়া সত্যিই সুন্দর’

বলিউড অভিনয়শিল্পী সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। এক সময় জমিয়ে প্রেম করেছেন এই জুটি। কিন্তু সে সম্পর্ক ভেঙেছে অনেক আগেই।

তারপর কাউকে কারো সম্পর্কে কোনো মন্তব্য করতে শোনা যায়নি। যখন ঐশ্বরিয়া প্রসঙ্গে প্রশ্ন উঠেছে তখনই বিষয়টি এড়িয়ে গেছেন সালমান খান।

কিন্তু হঠাৎ করেই সাবেক প্রেমিকাকে নিয়ে মুখ খুললেন এই অভিনেতা। ঐশ্বরিয়া অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার টিজার সম্প্রতি প্রকাশিত হয়েছে। আর এই টিজার দেখেই নাকি ঐশ্বরিয়াকে নিয়ে মন্তব্য করেছেন সালমান খান।

টিজার দেখে সালমান বলেন, ‘ঐশ্বরিয়া সত্যিই সুন্দর।’

এদিকে অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় রণবীর কাপুর এবং ঐশ্বরিয়ার রসায়ন নিয়ে বলিউডে শুরু হয়েছে জোর জল্পনা। আসছে দিওয়ালিতে মুক্তি পাবে সিনেমাটি।

তথ্যসূত্রঃ বিডিলাইভ২৪

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5225
Post Views 460