MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আসছে মোশাররফ করিমের 'বউগিরি'

In নাটক ও টেলিফিল্ম - Sep 04 at 7:56am
আসছে মোশাররফ করিমের 'বউগিরি'

ঈদুল আজহায় টেলিভিশন দর্শকদের জন্য 'বউগিরি' নামের পাঁচপর্বের একটি কমেডি নাটক বানাচ্ছেন তুহিন হোসেন।

দুর্ধর্ষ ডাকাত দল সামসু গ্রুপ 'বড়লোকের' ত্রাস! ধনাঢ্য ব্যক্তিদের অর্থ কেড়ে নিয়ে তারা খরচ করে গরিবের জন্য।

এমন ভয়ানক দলের প্রধান সামসু নাজেহাল হয় তার স্ত্রীর কাছে। বউয়ের বউগিরির কাছে রীতিমতো ভেজা বেড়াল হয়ে থাকতে হয় ঢাকার রবিন হুড সামসুকে। ঢাকার কালিয়াকৈর, পুবাইলসহ বেশ কিছু জায়গায় ইতিমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

আজ শনিবার বিকেলে পরিচালক তুহিন জানান, কাজ শেষ করতে আরও দুই দিন শুটিং করতে হবে। 'রবিন হুডের কাহিনি' তো সবারই জানা। ঢাকায় ওই রকম একজন থাকলে কেমন হতো সেটাই আমরা নাটকে দেখাতে চেষ্টা করেছি। মজাটা হচ্ছে, এই ডাকাত তার স্ত্রীর জন্য নিজে হাতে মুড়ি মাখায়, রান্না করে খাওয়ায়। সন্ত্রাসীদের কর্মকাণ্ডগুলো নাটকে ব্যঙ্গাত্মক আঙ্গিকে তুলে ধরা হয়েছে।

'বউগিরি' নাটকটির চিত্রনাট্য লিখেছেন গল্পওয়ালা। অভিনয় করেছেন মোশাররফ করিম, তাসনুভা তিশা, রোবেনা রেজা, প্রাণ রায়, জোভান, আ খ ম হাসান, জুলফিকার চঞ্চল, সুজাত শিমুল প্রমুখ। ঈদের প্রথম দিন থেকে পঞ্চম দিন পাঁচ পর্বের ধারাবাহিক এ নাটকটি দেখানো হবে বৈশাখী টিভিতে।

Googleplus Pint
Noyon Khan
Posts 2740
Post Views 522