MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

নেশায় আসক্তির কথা স্বীকার করলেন রণবীর

In বিবিধ বিনোদন - Sep 03 at 4:37pm
নেশায় আসক্তির কথা স্বীকার করলেন রণবীর

ইদানীং বেশ খোলামেলা হয়ে উঠেছেন রণবীর কাপুর। এর আগে নিজের ব্যক্তিগত বিষয় মিডিয়ার কাছে গোপন রাখতেই পছন্দ করতেন তিনি। তাই তো কয়েকদিন আগে ক্যাটরিনার সঙ্গে তার ব্রেক-আপের প্রসঙ্গ নিয়েও মুখ খুলতে দেখা গিয়েছিল তাকে। এবার চমক আরো বড়, ‘ভোগ’ ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে মদের প্রতি নিজের আসক্তির কথা স্বীকার করে নিয়েছেন তিনি।

রণবীর বলেছেন‚ ‘আমার মনে হয়, আমি মদের নেশায় আসক্ত। আমি একটি ভিজ্যুয়াল মাধ্যমে কাজ করি‚ তাই আমার নিজের খেয়াল রাখা উচিত। আমি আমার পরিবারে এই বিষয়টা দেখেছি এবং তার খারাপ দিকটা দেখার অভিজ্ঞতাও আমার রয়েছে। সেই কারণেই আমার মনে হয়, আমার মদে আসক্তি আছে। যখন আমি কাজ করি‚ শুটিং চলে‚ আমি মদ খাই না। কিন্তু কাজ না থাকলেই…।’

রণবীরের মদে আসক্তির কথা অবশ্য একেবারে অজানা কিছু নয়। বিভিন্ন পার্টি থেকে বহুবার রণবীরকে মদ্যপ অবস্থায় বেরোতে দেখা গেছে। কয়েকদিন আগে তো তার পুরনো ফ্ল্যাটের বাসিন্দারা গভীর রাত পর্যন্ত তার পার্টি করা নিয়ে পুলিশে অব্দি অভিযোগ জানিয়েছিলেন। এই প্রথম রণবীর নিজ মুখে এই কথা স্বীকার করে নিলেন, এই যা।

Googleplus Pint
Roney Khan
Posts 616
Post Views 264