MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আবারও একসঙ্গে অপূর্ব-সারিকা

In নাটক ও টেলিফিল্ম - Sep 03 at 10:49am
আবারও একসঙ্গে অপূর্ব-সারিকা

অভিনয়ে তাদের একসঙ্গে পথচলা শুরু হয়েছিল ‘ঝগড়াবাড়ি’ নাটকে কাজ করার মধ্য দিয়ে। এরপর তারা দু’জন বহু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। দীর্ঘ চার বছর পর আবার তারা দু’জন একসঙ্গে একটি নাটকে অভিনয় করছেন।

মনজুরুল শিবলর রচনায় ও রুবায়েত মাহমুদের নির্দেশনায় নাটকটির নাম ‘ফয়েল পেপারে প্রেম’। গত ১লা সেপ্টেম্বর নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘যেহেতু এটি ঈদের নাটক তাই দর্শকের বিনোদনের কথা বিবেচনা করে কমেডি রাখা হয়েছে নাটকটিতে। বলা যায়, এবারের ঈদে এটি হবে আমার ব্যতিক্রমধর্মী একটি নাটক। আর সারিকার সঙ্গে ক্যামেরার সামনে চার বছর পর কাজ করলেও আমাদের মনেই হয়নি যে আমরা বেশ দীর্ঘ সময় বিরতির পর কাজ করছি। কারণ, সারিকা আমার খুব ভালো একজন বন্ধু।’

সারিকা বলেন, ‘সত্যি বলতে কী অপূর্ব আমার এমনই একজন বন্ধু যার সঙ্গে হিসাব করে কখনো পথ চলিনি। যে কারণে আমাদের নাটকে কাজ করা হয়েছে অনেক। নতুন এ নাটকে বন্ধুর সঙ্গে কাজ করার সুবিধা হচ্ছে কাজটিকে কাজ মনে হয় না।’- বিডি লাইভ ২৪

Googleplus Pint
Roney Khan
Posts 664
Post Views 189