MysmsBD.ComLogin Sign Up

অর্জুন সবচেয়ে কম সেক্সি, বললেন সোনাক্ষী

In বিবিধ বিনোদন - Sep 03 at 8:17am
অর্জুন সবচেয়ে কম সেক্সি, বললেন সোনাক্ষী

গত একবছর হলো বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং অভিনেতা অর্জুন কাপুরের প্রেম নিয়ে বলি পাড়ায় বেশ আলোচনা চলছে।

কিছুদিন তারা ডেটিংও করেছেন। আবার ব্রেকআপও হয়ে গেছে বলে ভারতীয় গণমাধ্যমের খবর।

এরপরই আর একসঙ্গে দেখা যায় না সোনাক্ষী-অর্জুন কাপুরকে।

সম্প্রতি রুস্তম সিনেমার সফলতার পর বলিউড খিলাড়ী অক্ষয় কুমার এক পার্টির আয়োজন করেন। সেখানে হাজির হয়েছিলেন অর্জুন কাপুর, সোনাক্ষী সিনহা ও করণ জোহর।

এসময় করণ জোহরকে তাদের নিয়ে একটি সেলফিও তুলতে দেখা গেছে।

তবে এরপরই সোনাক্ষীকে একটি মজার প্রশ্ন করা হয়। বলিউডে কে সবচেয়ে বেশি সেক্সি অভিনেতা?

সোনাক্ষীর মতে, সবচেয়ে বেশি সেক্সি হলেন ঋত্বিক রোশন। আর সবচেয়ে কম হলেন অর্জুন কাপুর।

তথ্যসূত্রঃ নয়া দিগন্ত

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7067
Post Views 470