MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

এবার হলিউডে এক পা সোনমের!

In বিবিধ বিনোদন - Sep 02 at 9:50pm
এবার হলিউডে এক পা সোনমের!

বলিউডের পাশাপাশি বর্তমানে হলিউডেও বেশ সাড়া জাগিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোন। এবার সেই পথে প্রথম পা ফেললেন সোনম কাপুর।

অনেক আগে থেকেই হলিউডে অভিনয়ের ইচ্ছা জানিয়ে আসছিলেন সোনম। সম্প্রতি ‘ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি’ নামের একটি শীর্ষস্থানীয় মার্কিন এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সোনম। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি এ অভিনেত্রী।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে খবরটি তিনি নিজেই জানিয়েছেন। এক টুইটে তিনি লেখেন, ‘ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তি করে খুবই আনন্দিত। আমি জানি এটি একটি ঐতিহাসিক পার্টনারশিপ হতে চলেছে।’

ক্রিস ব্রাউন, জনি ডেপ, অ্যাঞ্জেলিনা জোলি, বেনেডিক্ট কাম্বারব্যাচ, হ্যারিসন ফোর্ড, মাইকেল ডগলাস, অ্যান্থনি হপকিন্স, মার্ক রুফালো এবং ড্যানিয়েল রেডক্লিফের মতো আন্তর্জাতিক তারকার অভিনয়ের বিভিন্ন বিষয় তদারকি করে ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি। এবার সেখানে যোগ হলেন সোনম কাপুর।

উল্লেখ্য, প্রিয়াঙ্কা চোপড়ার কাজ তদারকি করে ‘ডাব্লিউএমই’ নামক একটি এজেন্সি এবং দীপিকার কাজ তদারকি করে ‘সিএএ’ নাম অন্য একটি এজেন্সি।

Googleplus Pint
Noyon Khan
Posts 2754
Post Views 208