MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

চীনাদের ইংরেজী খারাপ হয় কেন?

In জানা অজানা - Sep 02 at 8:35pm
চীনাদের ইংরেজী খারাপ হয় কেন?

বিশ্বে ইংরেজি বানান নাকি সবচেয়ে বেশি ভুল করেন চীনের লোকেরাই। সম্প্রতি এমন এক রিসার্চ রিপোর্টের পর শুরু হয় এর কারণ জানার। ২০০৮ বেজিং অলিম্পিকের পর ব্যাপারটা অনেকটা সামনে আসে।

দর্শক, সাংবাদিকরা অনেকেই বলেন চীনাদের ইংরেজি বেশ খারাপ। বিশ্বের প্রায় সর্বত্রই চীনের লোকেদের দেখা যায়। তাদের সঙ্গে কথা বলেও দেখা যায় উচ্চশিক্ষিত চীনা ব্যক্তিরাও ইংরেজিতে ঠিক সাবলিল নন। কিন্তু কেন? এর কারণগুলো খুঁজতে বসে অনেকে অনেক কথা বলেন। সেগুলি এক নজরে-১) মান্দারিনকে খুব গুরত্ব দিতে গিয়ে শিক্ষা ব্যবস্থায় ইংরেজিকে অবহেলা করা হয়েছে দীর্ঘদিন। চীনা সরকার একটা মান্দারিনকে এত গুরুত্ব দেয়, যে ছাত্রছাত্রীদের বোঝানো হয় মান্দারিনকেই দুনিয়ার সেরা ভাষায় পরিণত করতে হবে। ফলে ইংরেজিকে অবহেলা করা হয় একটা বড় সময় ধরে। যখন ইংরেজিকে গুরত্ব দেওয়া শুরু হল তখন চীনে ভাল ইংরেজি শিক্ষকের অভাব দেখা দিল।

২) চীনা ভাষায় আর্টিকেল, প্রোনাউন, জেন্ডার, ভার্ভ ইনফিলেকশন, পারফেক্ট টেন্স-এর কোনও অস্তিত্ব নেই। কিন্তু ইংরেজি শিখতে হলে এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ।

৩) চীনের লোকেরা ইংরেজি শিখতে গিয়ে সবচেয়ে মুশকিলে পড়েন শুনতে গিয়ে। ইংরেজি ব্যাকারণটাও খুব খারাপ চীনাদের।

৪) চীনার সংস্কৃতি, জীবনযাত্রায় ইংরেজি ভাষার ব্যবহার একেবারে কম। এই যেমন আমাদের এখানো দোকান, শপিং মলে,বাসে ইংরেজি শব্দ, বাক্যের খুব ব্যবহার হয়। কিন্তু চীনের সর্বত্র শুধু মান্দারিন আর মান্দারিন। ইংরেজি কোথাও নেই। ফলে ইংরেজি শিখতে বেগ পেতে হয়।

৫) তা ছাড়া ইংরেজির সঙ্গে মান্দারিন ভাষার ফারাকটা অনেক। সবচেয়ে বড় ফারাক বানানে।

Googleplus Pint
Roney Khan
Posts 639
Post Views 255