MysmsBD.ComLogin Sign Up

আমি রাজি প্রেমে পড়তে : শুভশ্রী

In সিনেমা জগৎ - Sep 02 at 6:46pm
আমি রাজি প্রেমে পড়তে : শুভশ্রী

এবারের পুজায় জমজমাট শুভশ্রীর কামব্যাক। কলেজ বেলার লাভ স্টোরি নিয়ে ‘প্রেম কি বুঝি নি’ সিনেমাটি তৈরি হয়েছে। আর সদ্য মুক্তি পেয়েছে এই ছবির গান ‘আমি রাজি’। যা এখন ইউটিউবে অসময় বসন্ত নিয়ে এসেছে।

ছবিতে আরো একবার কলেজ স্টুডেন্টের ভূমিকায় দেখা যাবে


নায়িকাকে। সঙ্গে রয়েছেন ওম। যেখানে প্রথমে অপছন্দ, তারপর বন্ধুত্ব, তার তারপর প্রেম, মনমালিন্য, ভুল বোঝাবুঝি শেষে হ্যাপি এন্ডিং সব রশদই রয়েছে।

ছবির গল্প অনুযায়ী, ছোট থেকে ইংল্যান্ডে বড় হয়েছে ওম। পড়াশোনায় তুখড় মেধাবী। এদিকে বাংলা মিডিয়ামের মেয়ে শুভশ্রী। পড়াশোনা করতে ইংল্যান্ডে আসে। ইংল্যান্ডের কলেজ ক্যাম্পাসে দেখা হয় দুজনের তারপর এগোয় ছবির কাহিনি।

এবার পুজায় একসঙ্গে আসতে চলেছে শুভশ্রীর তিন তিনটি সিনেমা। কারো নিশ্চই অজানা নয় এই তালিকায় রয়েছে দেব-এর সঙ্গে ‘ধূমকেতু’ও।
০২ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই

Googleplus Pint
Jafar IqBal
Posts 1522
Post Views 931