MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

অবশেষে প্রকাশ্যে প্রীতি জিনতার বিয়ের ছবি!

In বিবিধ বিনোদন - Sep 02 at 9:27am
অবশেষে প্রকাশ্যে প্রীতি জিনতার বিয়ের ছবি!

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনেকটা চুপিসারেই প্রেমিক জিন গুডএনাফের সঙ্গে বিয়েটা সেরেছিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। বিয়েতে নিমন্ত্রিত ছিলেন নায়িকার হাতেগোনা কয়েকজন বন্ধু আর আত্মীয়েরা।

এরপর মুম্বাইয়ে তারকা সমাবেশে বিয়ের রিসেপশন পার্টি দিয়েছিলেন অভিনেত্রী। সেই পার্টির ছবি দেখেছিলেন সকলে। কিন্তু প্রীতি বিয়ের ছবি ছিল সবার অলক্ষ্যেই। অবশেষে প্রকাশ্যে প্রীতি জিনতার বিয়ের ছবি।

সম্প্রতি প্রকাশ্যে এল সেই ছবি। বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে অসাধারণ দেখাচ্ছিল ৪১ বছরের এই নায়িকাকে। সঙ্গে জিনের পরনেও ছিল ভারতীয় পোশাক।

শোনা গিয়েছে, বিয়ের ছবিটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতি। আর নিলামে ছবি বিক্রির টাকা প্রীতি তার নিজের স্বেচ্ছাসেবী সংস্থাকে দিতে চলেছেন।

২০০৫ সাল থেকে নেস ওয়াদিয়ার সঙ্গে ডেট করতে শুরু করেন প্রীতি। ২০০৮ সালে আইপিএল টিম কেনেন এ অভিনেত্রী।

২০০৯ সালে একটি পার্টিতে প্রীতি তাকে চড় মারার অভিযোগ তোলেন নেস ওয়াদিয়ার বিরুদ্ধে। ২০১৪ সালে নেসের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তিনি। এরপর তাদের নিয়ে আর কিছু শোনা যায়নি।

তারপর গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের নাগরিক জিন গুডএনাফের সঙ্গে তার মন-দেওয়া নেওয়ার খবর বের হয়।

তার মাস তিনেক পরই গুডএনাফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গালে টোল পড়া এ নায়িকা।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

Googleplus Pint
Noyon Khan
Posts 2740
Post Views 488