MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে কোহলি

In ক্রিকেট দুনিয়া - Sep 01 at 10:28am
র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে কোহলি

টি-টোয়েন্টি ক্রিকেট র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বিরাট কোহলি। বুধবার টি-টোয়েন্টি ক্রিকেট র‍্যাঙ্কিংয়ের ঘোষণা করল আইসিসি। নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী চার নম্বর স্থানে উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। চারধাপ উন্নতি করে ফের একবার বোলারদের মধ্যে প্রথম পাঁচে ঢুকে পড়েছেন তিনি।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করার ফলে সাতষট্টি ধাপ উন্নতি করে একত্রিশ নম্বরে লোকেশ রাহুল। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দুনম্বর স্থান ধরে রেখেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজ হারাতে পারলে শীর্ষে চলে যেতে পারতেন ধোনিরা।

তথ্যসূত্রঃ ২৪ ঘন্টা

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5372
Post Views 466