MysmsBD.ComLogin Sign Up

এবার বলিউড মাতাতে আসছেন মিঠুন চক্রবর্তীর মেয়ে!

In বিবিধ বিনোদন - Aug 31 at 11:57pm
এবার বলিউড মাতাতে আসছেন মিঠুন চক্রবর্তীর মেয়ে!

বলিউড ‘স্টার কিড’দের অভিষেক নতুন কিছু নয়। এরআগেও অনেক তারকার সন্তানরা বিটাউনে অভিষেক করে সফলতার সঙ্গে বলিউড মাতাচ্ছেন। এবার তার সঙ্গে নতুন করে আরও একটি নাম যুক্ত হতে যাচ্ছে এবার। আর তিনি হলেন দিশানী চক্রবর্তী। বলিউড অন্যতম শক্তিশালী অভিনেতা মিঠুন চক্রবর্তীর মেয়ে। এর আগে তার ছেলে অভিষেক করেছে বিটাউনে। কিন্তু খুব একটা জায়গা করে নিতে পারেন নি। এবার তার ছোট বোনের পালা।

সম্প্রতি নিজের সোশাল সাইটে বেশ কিছু ছবি পোস্ট করেছেন দিশানী। প্রতিটি ছবিতেই তিনি নজর কেড়েছেন। আর এই ছবি সামনে আসার পর থেকেই শুরু হয়েছে জল্পনা । তবে, অভিনয়ে আসছেন দিশানী? কারণ এরআগে শ্রীদেবীর মেয়ে, শাহরুখের ছেলে, অমিতাভের নাতনি, জ্যাকি শ্রফের মেয়েদের ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1521
Post Views 885