MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

রেলস্টেশনে সিদ্ধার্থ-ক্যাটরিনার নাচ

In বিবিধ বিনোদন - Aug 31 at 1:10pm
রেলস্টেশনে সিদ্ধার্থ-ক্যাটরিনার নাচ

ব্যস্ত রেলস্টেশন। সবাই ব্যস্ত নিজেদের গন্তব্যে পৌঁছার জন্য। কিন্তু হঠাৎ করেই যেন সব ভুলে থেমে গেলেন সবাই।

চোখের সামনে গানের তালে নাচছেন প্রিয় তারকা তা ফেলে তো আর কোথাও যাওয়া যায় না।

বার বার দেখো সিনেমার প্রচারণার জন্য জয়পুর গিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং ক্যাটরিনা কাইফ। সেখানে গিয়েই ভরা স্টেশনে ‘কালা চশমা’ গানের তালে নাচলেন তারা। এমনভাবে নাচলেন যেন তাদের আশেপাশে কেউই ছিল না। দুই তারকার হঠাৎ এমন চমকে উপস্থিত সবাই হকচকিয়ে গিয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না। তবে পাশাপাশি বিষয়টি উপভোগও করেছেন তারা।

সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা এবং ক্যাটরিনা কাইফের বার বার দেখো সিনেমার কয়েকটি দৃশ্য নিয়ে আপত্তি জানায় ভারতীয় সেন্সর বোর্ড কর্তৃপক্ষ। এর মধ্যে একটি দৃশ্যে অন্তর্বাস দেখা যাওয়ায় আপত্তি তোলা হয়। এছাড়া একটি কাল্পনিক অ্যাডাল্ট কমেডি চরিত্র এবং সিদ্ধার্থ-ক্যাটরিনা জুটির চুমু নিয়েও আপত্তি তুলেছে সেন্সর বোর্ড।

বার বার দেখো সিনেমাটি পরিচালনা করেছেন নিথিয়া মেহরা। প্রযোজনা করছেন করণ জোহর, রিতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার। আগামী ৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

তথ্যসূত্রঃ জাগোনিউজ২৪

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5429
Post Views 371