MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মেয়ের বাবা হওয়ায় শহিদ কাপুরকে কী বললেন কারিনা?

In বিবিধ বিনোদন - Aug 31 at 8:59am
মেয়ের বাবা হওয়ায় শহিদ কাপুরকে কী বললেন কারিনা?

শুক্রবার রাতে বলিউড অভিনেতা শহিদ কাপুর-মীরার ঘর আলো করেছে তাদের প্রথম কন্যা সন্তান। গতকাল কাপুর পরিবারের সেই ছোট্ট সদস্যের গৃহপ্রবেশও হয়ে গেল। টুইটারে শহিদ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

এরইমধ্যে উচ্ছ্বসিত নতুন বাবা শহিদ কাপুর কিছুটা হতচকিতও হয়েছেন। কারণ তার সাবেক প্রেমিকা কারিনা কাপুর যে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

কারিনা নিজেও এই মুহূর্তে অন্তঃসত্তা। তাই এই খুশি তাদের সম্পর্কের চিড়কে কিছুটা হলেও জোড়া দিতে পেরেছে কি?

সম্প্রতি ডিজাইনার সব্যসাচী মুখার্জির ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করেছেন কারিনা। এছাড়া অভিনয়ের কাজও চালিয়ে যাচ্ছেন। তার মনে, অন্তঃসত্ত্বা হওয়াটা কোনও অসুখ নয়। তাই তিনি অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ চালিয়ে যাচ্ছেন।

- জিনিউজ

Googleplus Pint
Noyon Khan
Posts 2734
Post Views 483