MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ইংল্যান্ডের এই চার শীর্ষ ক্রিকেটার থাকছেন না বাংলাদেশ সফরে: টেলিগ্রাফ

In ক্রিকেট দুনিয়া - Aug 30 at 3:30pm
ইংল্যান্ডের এই চার শীর্ষ ক্রিকেটার থাকছেন না বাংলাদেশ সফরে: টেলিগ্রাফ

ধরন পাল্টিয়েছে ব্রিটিশ মিডিয়াগুলো। বাংলাদেশ সফর নিয়ে পাল্টেছে তাদের নিউজের ভাষাও। তবে এবার ব্রিটিশ মিডিয়া দ্যা টেলিগ্রাফের প্রতিবেদন বাংলাদেশ সফরের আসছেন না ইংল্যান্ডের ৪ শীর্ষ তারকা।

এর আগে পূর্ণশক্তির দল নিয়েও বাংলাদেশের সাথে শক্তিতে পেরে উঠতে বেগ পেতে হয়েছে ইংল্যান্ডকে।

দুটি শীর্ষস্থানীয় ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল ও দ্য টেলিগ্রাফ জানিয়েছে


কিছু নতুন খবর। এই মিডিয়ার ভাষ্য, শুধু মরগ্যান নন, লিয়াম প্ল্যাঙ্কেট কিংবা অ্যালেক্স হেলসের মত ইংলিশ ক্রিকেটাররারও বাংলাদেশে আসা নিয়ে ভুগছেন সিদ্ধান্তহীনতায়।
টেলিগ্রাফ জানিয়েছে, ইংলিশ টিম ম্যানেজমেন্ট চাইছে বাংলাদেশে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তরুণ খেলোয়াড়দের পরখ করে দেখতে। একই সাথে আসন্ন ব্যস্ত ক্রিকেট মৌসুমের আর চাপ কমাতে ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম পেতে যাচ্ছেন জো রুট, মঈন আলী ও বেন স্টোকস।

আর মরগ্যান না আসলে অধিনায়কত্ব পাবেন উইকেরক্ষক-ব্যাটসম্যান জশ বাটলার। খবরে জানানো হয় জো রুট, বেন স্টোকস ও মঈন আলী বিশ্রাম পাবেন।

আগামী সাত সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ শেষ হওয়ার পরই বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করবে ইসিবি।
৩০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Googleplus Pint
Jafar IqBal
Posts 1518
Post Views 835