MysmsBD.ComLogin Sign Up

সালমান খানের গেম ‘বিয়িং সালমান’

In বিবিধ বিনোদন - Aug 30 at 11:33am
সালমান খানের গেম ‘বিয়িং সালমান’

অ্যান্ড্রয়েড গেম, তাতে তিন অবতার সালমান খানের। চুলবুল পাণ্ডে, টাইগার আর প্রেম। সোমবার টুইটারে ৪৫ সেকেন্ডের একটি ভিডিওতে সালমান প্রকাশ করলেন নতুন গেম ‘বিয়িং সালমান’।

সিনেমায় যেরকম সমাজের ময়লা দূর করতে এই চরিত্ররা লড়াই করেছে, গেমেও তেমনটাই করবে। শুধু দুষ্টের দমনই নয়, মাঝে মধ্যে স্বচ্ছ ভারতের হয়ে প্রচারও করবেন গেমের সালমান। তাই সল্লুর আবেদন, এখনই গেম ডাউনলোড করে দেখুন, কেমন লাগে! ‘ভাই’–এর আবেদন কি ফেলতে পারেন ভক্তরা! কয়েক ঘণ্টায় গুগল প্লে থেকে প্রায় ৬ হাজার বার ডাউনলোড করা হয়ে গেছে গেমটি।

সিনেমা বা সেলেব্রিটি নিয়ে গেমের চল এখন বিশ্বজোড়া। বেশ কয়েকমাস আগে তৈরি হওয়া কিম কাদার্শিয়ানের নামে ‘কিমোজি’ এখনও গুগল প্লে–তে ট্রেন্ডিং। ভারতীয় অভিনেতা হিসেবে সালমানই প্রথম গুগল প্লে–র গেম ভাণ্ডারে জায়গা করে নিলেন।

Googleplus Pint
Noyon Khan
Posts 3294
Post Views 226