MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বিবার-সোফিয়ার অশ্লীল ছবি ভাইরাল!

In বিবিধ বিনোদন - Aug 29 at 7:24pm
বিবার-সোফিয়ার অশ্লীল ছবি ভাইরাল!

গায়ক জাস্টিন বিবার এবং গায়িকা সেলেনা গোমেজের প্রেম নিয়ে কম জল ঘোলা হয়নি।

দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল আলোচিত এই দুই শিল্পীর। এরপরই ব্রেকআপ। সেলেনা গোমেজ নতুন কারও সঙ্গে এখনও প্রেমে না জড়ালেও জাস্টিন বিবার কিন্তু ঠিকই চুটিয়ে প্রেম করছেন।

মার্কিন মডেল সোফিয়া রিচির সঙ্গে বেশ ঘনিষ্ঠ দেখা গেছে বিবারকে। তবে বিবার বা সোফিয়া কখনও তাদের প্রেমের সম্পর্ক স্বীকার করেননি।

তবে এবার এই জুটির গোপন কিছু অশ্লীল ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

সেলেনার সঙ্গে ব্রেক আপ হওয়ার পর বিবার তার ফলোয়ারদের সমালোচনার মুখে পড়েন। পরে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন তিনি।

আর তার পর থেকেই পাপারাজ্জিরা জাস্টিনের গতিবিধির উপরে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন।

আর এই পাপারাজ্জিদের হাতে অশ্লীল অবস্থায় ধরা পড়লেন বিবার-সোফিয়া।

সম্প্রতি বিবারকে দেখা গেছে জনসম্মুখে বর্তমান প্রেমিকা সোফিয়া রিচির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত থাকতে। ছবিতে দেখা গিয়েছে, সমুদ্রের ধারে তার প্রেমিকার সঙ্গে উদ্দাম ঘনিষ্ঠ অবস্থায়।

সঙ্গে সঙ্গে ক্যামেরায় ক্লিক পাপারাজ্জির আর মুহূর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল।

কারলি স্টিল নামের এক টুইটার অ্যাকাউন্ট থেকে ছবিগুলো ছড়িয়ে দেয়া হয়।

তথ্যসূত্রঃ প্রথম আলো

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5219
Post Views 525