MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

এবার সিদ্ধার্থের সঙ্গে ঘনিষ্ঠ ক্যাটরিনা!

In বিবিধ বিনোদন - Aug 28 at 10:02pm
এবার সিদ্ধার্থের সঙ্গে ঘনিষ্ঠ ক্যাটরিনা!

বলিউডে প্রেম-ভালোবাসার খেলা চলছে। কখনও ক্যাটরিনা রণবীরের সঙ্গে রোমান্স করছেন। আবার সিদ্ধার্থের সঙ্গে আলিয়া।

আবার কখনও ক্যাটরিনাকে খুবই ঘনিষ্ঠ দেখা যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে।

কে কখন কার সঙ্গে প্রেমে মজেছেন তা অনুমান করা খুবই কঠিন।

সিদ্ধার্থ এবং আলিয়ার প্রেম নিয়ে গুঞ্জন তাদের প্রথম ছবি 'স্টুডেন্ট অব দ্য ইয়ার'র পর থেকেই।

তবে আলোচিত এই জুটি কখনও তাদের প্রেমের সম্পর্ক স্বীকার করেননি। তবে মাঝে মাঝেই খুবই ঘনিষ্ঠ হতে দেখা গেছে তাদের।

কিছুদিন আগে আলিয়া জানিয়েছিলেন, তিনি সিদ্ধার্থের সন্তানের মা হতে চান।

রণবীর কাপূর এবং ক্যাটরিনা কাইফের প্রেমের সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। সালমানের সাবেক প্রেমিকা ক্যাটের সঙ্গে অনেকদিন প্রেম করেছেন রণবীর। এরপর পুরনো পথে হাঁটেন আলোচিত এ জুটি।

ব্রেকআপ হয়ে যায় তাদের। রণবীরেরও এর আগে এক প্রেমিকা ছিলেন। তিনি আরেক বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিনি এখন রণবীর সিংয়ের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন।

এভাবেই বলি অভিনেতাদের প্রেমের কাহিনি কখন কাকে ঘীরে শুরু হয় বলা মুশকিল।

সম্প্রতি ক্যাটরিনা কাইফ এবং সিদ্ধার্থের কিছু ঘনিষ্ঠ ছবি তাদের সম্পর্ক নিয়ে নতুন কারে ভাবাচ্ছে ভক্তদের। ছবিতে বেশ ঘনিষ্ঠভাবেই দেখা গেছে দুজনকে। মনে হচ্ছে তাদের সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক। 'বার বার দেখ' সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ক্যাট-সিদ্ধার্থ।

আর এই সিনেমা করতে করতেই ঘনিষ্ঠ হয়েছেন এ জুটি। ক্যাটরিনা কাইফ বর্তমানে একা রয়েছেন। তিনি তো চাইবেনই কারও সঙ্গে ঘনিষ্ঠ হতে! তাই বলে সিদ্ধার্থও! তিনি তো আলিয়ার সঙ্গে প্রেম করছেন তা সবারই জানা। সিদ্ধার্থও যদি ক্যাটের প্রতি দুর্বল হয়ে পড়েন তাহলে আলিয়ার কী হবে? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিটাউনে।

তথ্যসূত্রঃ নয়া দিগন্ত

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5384
Post Views 331