MysmsBD.ComLogin Sign Up

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

মীর সাব্বির এর পরিচালনায় নাটকে অভিনেত্রী শখ!

In নাটক ও টেলিফিল্ম - Aug 27 at 10:02am
মীর সাব্বির এর পরিচালনায় নাটকে অভিনেত্রী শখ!

জনপ্রিয় মডেল-অভিনেত্রী শখ ক্যারিয়ারে এই প্রথম আরেক জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির পরিচালিত নাটকে অভিনয় করতে যাচ্ছেন।

মীর সাব্বিরের রচনা ও পরিচালনায় নির্মিতব্য এই নাটকের নাম ”বাপ বেটা দৌড়ের উপর”। এ প্রসঙ্গে শখ বললেন,” সাব্বির ভাইয়ের সাথে জুটি বেঁধে এর আগে অভিনয় করেছি।

কিন্ত তার নির্দেশনায় এই প্রথম কাজ করতে যাচ্ছি। আশা করছি নাটকটি ভালোই হবে।” জানা গেছে,আসছে ১ ও ২ সেপ্টেম্বর নাটকটির শুটিং হবে।

আসছে ঈদে জিটিভিতে নাটকটি প্রচারিত হবে। কথা প্রসঙ্গে শখ আরও জানালেন,এবারের ঈদে তার অভিনীত আরও বেশ কয়েকটি ঈদধারাবাহিক ও একক নাটক প্রচারিত হবে।

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০ টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1372
Post Views 195