MysmsBD.ComLogin Sign Up

সম্পর্ক ভেঙে গেলে যে ৫টি জিনিস মেয়েদের মধ্যে ঘটে

In লাইফ স্টাইল - Aug 27 at 9:28am
সম্পর্ক ভেঙে গেলে যে ৫টি জিনিস মেয়েদের মধ্যে ঘটে

একে অপরের সঙ্গে জুড়ে থাকা। সারাক্ষণ একে অপরের কথা ভেবে যাওয়া। কিন্তু, এই সম্পর্ক যখন ভেঙে যায় তখন মেয়েদের মধ্যে যে জিনিসগুলো ঘটে তা জানলে চমকে যাবেন। আজ অমুক দোকানের ঝালমুড়ি তো কাল শহরজুড়ে হাত ধরাধরি করে হেঁটে বেড়ানো। পকেটে পোষালে কোনও রেস্তোরাঁ।

আরওএকটু সামর্থ্য থাকলে দামি শপিং মলের অভিজাত চার দেওয়ালে শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে প্রেমালাপে মেতে যাওয়া। যারা আর্থিকভাবে বলিষ্ঠ তাঁদের তো কথাই নেই। কিন্তু, এই সাধের সম্পর্ক যখন ভেঙে খানখান হয়ে যায় তখন মেয়েদের সঙ্গে যা ঘটে তা সত্যিই অবাক করে দেওয়ার মতো।

১. প্রতিহিংসা জেগে ওঠে বদলা নেওয়ার জন্য। এই সময় অধিকাংশ মেয়েরই আরও কিছু ভুল সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

২. প্রাক্তনকে রাস্তা-ঘাটে দেখলে না দেখার ভান করে চলে যাওয়া।

৩. যতটা পারা যায় প্রাক্তন সম্পর্কে অন্যের মনে বিষ ঢেলে দেওয়া।

৪. প্রাক্তনের সঙ্গে সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডশিপ রিলেশন কেটে দেওয়া থেকে শুরু করে মোবাইল থেকে নম্বর ডিলিট করে দেওয়া।

৫. প্রাক্তন প্রেমিককে অন্য কোনও বান্ধবীর সঙ্গে ঘুরতে দেখলে সেই সম্পর্ক ভেঙে দিতে উদ্যোগ নেওয়া।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7067
Post Views 714