MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

যে কারণে সুখের সংসার ভাঙছে সুন্দরী এই অভিনেত্রীর

In বিবিধ বিনোদন - Aug 27 at 9:22am
যে কারণে সুখের সংসার ভাঙছে সুন্দরী এই অভিনেত্রীর

ভারতীয় দক্ষিণে সিনেমায় ডেবিউ করেছিলেন ২০০৯ সালে। তখন তিনি নিতান্তই বালিকা। ১৮ বছর বয়সেই জীবনের প্রথম মালায়লম সিনেমাতে সবার নজর কেড়েছেন। এরপর তামিল, তেলেগুতেও একের পর হিট ছবি দিয়েছেন। কন্নড় ভাষায়ও সিনেমা করেছেন তিনি।

৮ বছরের কেরিয়ারে ইতিমধ্যেই ৩০টি ছবিতে অভিনয় করা হয়ে গিয়েছে তার। নাম ডাকও বেশ ভালো। ২০১১ সালে জিতেছেন বেস্ট তামিল অভিনেত্রীর শিরোপা। ২০১২ সালে জিতেছেন দক্ষিণের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ২০১৩ সালে জিতেছেন বেস্ট মালায়লম অভিনেত্রীর শিরোপা। ২০১৪ সালে পরিচালক বিজয়ের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হন। সুপারস্টার অমলা পালের বিয়ের দু’বছর কাটতে না কাটতেই বিচ্ছেদ?

এই নায়িকা নাকি এক প্রযোজকের সঙ্গে (প্রকাশ অযোগ্য শব্দ)! আর এই খবর শিরোনামে আসতেই চটেছেন পরিচালক স্বামী। শোনা যাচ্ছে পরিচালক বিজয় নাকি ডিভোর্সও ফাইল করেছেন। তাহলে এখানেই ইতি অমলার সাংসারিক জীবনের?

তথ্যসূত্রঃ এমটিনিউজ২৪

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5351
Post Views 766