MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

কাঁদলেন পরিণীতি সান্ত্বনা দিলেন আলিয়া

In বিবিধ বিনোদন - Aug 26 at 8:40pm
কাঁদলেন পরিণীতি সান্ত্বনা দিলেন আলিয়া

‘ড্রিম টিম’র অংশ হয়ে আমেরিকার ছয়টি প্রদেশে পারফর্ম করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সঙ্গে ছিলেন আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফসহ বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।

সম্প্রতি শেষ হয় এ ট্যুর। আর ট্যুরের শেষ দিন পারফর্মের পর ব্যাকস্টেজে হঠাৎ করেই কান্নায় ভেঙে পড়েন পরিণীতি।

এ সময় এ অভিনেত্রী পাশেই ছিলেন আলিয়া ভাট। সহঅভিনেত্রী বন্ধুকে এগিয়ে গিয়ে সান্ত্বনা দেন তিনি। পরবর্তীতে করণ জোহর, ক্যাটরিনা কাইফ এবং বরুন ধাওয়ানও পরিণীতিকে সান্ত্বনা দেন।

একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, ড্রিম টিমের সদস্য হওয়ায় সবার সঙ্গে খুবই ভালো সম্পর্ক গড়ে উঠেছিল পরিণীতির। নিউ জার্সিতে ছিল ড্রিম টিমের শেষ পারফরম্যান্স। এরপর সবাইকে নিজ নিজ কাজে ফিরতে হবে। তাই বন্ধুদের ছেড়ে যাওয়ার কথা ভেবে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিণীতি এবং কান্নায় ভেঙে পড়েন।

তথ্যসূত্রঃ কালের কন্ঠ

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5276
Post Views 254