MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ব্রাভো সিটিতে, বার্সায় সিলিসেন

In ফুটবল দুনিয়া - Aug 26 at 12:50pm
ব্রাভো সিটিতে, বার্সায় সিলিসেন

ক্লদিও ব্রাভো বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন, এটা জানা গিয়েছিল আগেই। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। সেটিও হয়ে গেল বৃহস্পতিবার।

বার্সা ছেড়ে ১৮ মিলিয়ন ইউরোতে সিটিতে যোগ দিয়েছেন ব্রাভো। চিলিয়ান এই গোলকিপারের সঙ্গে চার বছরের চুক্তি হয়েছে ইংলিশ ক্লাবটির। ব্রাভো যোগ দেওয়ায় ইতিহাদ স্টেডিয়ামকে বিদায় বলতে হচ্ছে জো হার্টকে।

সিটিতে যোগ দেওয়ার পর ব্রাভো বলেন, ‘ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে আমি খুবই গর্বিত। আমি জানি ক্লাবটি বিশেষ কিছু গড়তে যাচ্ছে। আশা করি, সামনের বছরগুলোতে আমি তাদের সাফল্যের অংশ হতে পারব।’

ব্রাভোর শূন্যতা পূরণে আয়াক্স থেকে ইয়াসপার সিলিসেনকে ন্যু ক্যাম্পে নিয়ে এসেছে বার্সেলোনা। ২৭ বছর বয়সি ডাচ গোলকিপারের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করেছে তারা। সিলিসেনকে আনতে তাদের খরচ হয়েছে ১৩ মিলিয়ন ইউরো।

শুক্রবার ন্যু ক্যাম্পে দর্শকদের সামনে উপস্থিত হবেন নেদারল্যান্ডসের হয়ে ২০১৪ বিশ্বকাপ খেলা সিলিসেন। বার্সার শুরুর একাদশে জায়গা পেতে তাকে মূলত মার্ক-আন্ড্রে টের স্টেগেনের সঙ্গে লড়াই করতে হবে।

তথ্যসূত্রঃ জাগোনিউজ২৪

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5219
Post Views 230