MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সালমানের সঙ্গে আবারও পর্দায় আসছে বাজরঙ্গি’র সেই মুন্নি!

In বিবিধ বিনোদন - Aug 26 at 3:12am
সালমানের সঙ্গে আবারও পর্দায় আসছে বাজরঙ্গি’র সেই মুন্নি!

সালমান খানের ক্যারিয়ারে বারবার দেখার মত সিনেমা কমই আছে। ব্যতিক্রমগুলোর একটি ‘বাজরঙ্গি ভাইজান’। ওই ছবিতে দর্শকের মন চুরি করে নিয়েছিলেন ছোট ‘মুন্নি’। পুরো নাম হার্শালি মালহোত্রা। দীর্ঘদিন পর ফের ক্যামেরার সামনে হর্ষালির সঙ্গে দাঁড়ালেন সালমান।

বলিউড লাইফ জানায়, কোনো সিনেমার জন্য এক হননি অসম বয়সের দুই তারকা।

মুম্বাইয়ের একটি স্টুডিওতে সোমবার বিস্কুটের বিজ্ঞাপনের জন্য নাচতে দেখা যায় অন্যরকম রসায়নের এ জুটিকে। বিজ্ঞাপনটিতে সালমানকেই বেশি সময় দেখা যাবে, আর অল্প সময়ের জন্য থাকবে হর্ষালি। তাদের সাজ-পোশাকও ছিল ‘বাজরঙ্গি ভাইজান’-এর আদলে ডিজাইন করা।‘বাজরঙ্গি ভাইজান’-এর জনপ্রিয় গান ‘সেলফি লে লে’র প্যারডি শোনা যাবে ওই বিজ্ঞাপনে। তবে সেটে উপস্থিত হর্ষালির মা বিজ্ঞাপনের বিস্তারিত জানাতে রাজি হননি।

২০১৫ সালে ‘বাজরঙ্গি ভাইজান’ মুক্তির পর বলিউড সেলিব্রিটিতে পরিণত হয় হর্ষালি। তবে পড়াশোনার ব্যস্ততার জন্য তাকে আর সিনেমায় দেখা যায়নি। সম্প্রতি ক্ষুদে এ তারকা ফেসবুকে অ্যাকাউন্ট খুলে ফের আলোচনায় এসেছে।

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1197
Post Views 616