MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

র‌্যাগিংয়ের কবলে পড়েছিলেন সোনাক্ষী

In বিবিধ বিনোদন - Aug 25 at 9:25pm
র‌্যাগিংয়ের কবলে পড়েছিলেন সোনাক্ষী

অভিনেত্রী সোনাক্ষী সিনহার পরবর্তী সিনেমা আকিরা। এতে কলেজে র‌্যাগিংয়ের একটি দৃশ্য রয়েছে। সিনেমার মতো বাস্তবেও নাকি র‌্যাগিংয়ের কবলে পড়েছিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক অনুষ্ঠানে এ সম্পর্কে সোনাক্ষী বলেন, ‘আকিরা সিনেমার গল্পে র‌্যাগিংয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার তখন শ্রীমতি নাথিবাঈ দামাদর ঠাকরেসে উইমেনস কলেজের র‌্যাগিংয়ের কথা মনে হচ্ছিল। আমাকে এর কবলে পড়তে হয়েছিল। এটি ছিল একটি মহিলা কলেজ। অবশ্য এটি বন্ধু তৈরির অন্যতম একটি পথও।’

তিনি আরো বলেন, ‘যারা আমাকে র‌্যাগ করেছিল এবং জুনিয়র যাদের আমি র‌্যাগ করেছিলাম এখনো তারা আমার ভালো বন্ধু। আমি মনে করি এটি সবসময় উপভোগ্য হওয়া উচিৎ এবং এটি যেন কোনো ছাত্র এবং শিশুর প্রতি মানসিক আঘাতের কারণ না হয়, সেদিকটাই খেয়াল রাখতে হবে।’

আকিরা সিনেমাটি পরিচালনা করছেন এ.আর. মুরুগাদোস। সিনেমাটিতে সোনাক্ষী ছাড়াও রয়েছেন অনুরাগ কাশ্যপ এবং কঙ্কনা সেন শর্মা। আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

তথ্যসূত্রঃ অনলাইন

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5474
Post Views 194