MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মসজিদে বসে ইন্টারনেট চালানোর যাবে?

In ইসলামিক শিক্ষা - Aug 24 at 1:55am
মসজিদে বসে ইন্টারনেট চালানোর যাবে?

আজকাল অনেকেই মসজিদে বসে ইন্টারনেট ব্যবহার করেন। মোবাইলে প্রয়োজনীয় অনুষঙ্গ হওয়ায় এটি মসজিদেও ঢুকে পড়েছে। কিন্তু মসজিদে বসে ইন্টারনেট চালানোর হুকুম কী? এই প্রশ্ন অনেকের মুখেই আসে যায়। উলামায়ে কেরাম এর সঠিক উত্তর দিয়েছেন। আসুন জেনে নেই.


উত্তর : যদি ইন্টারনেটের মাধ্যমে দ্বীনের কোন কাজ করতে থাকে, তাহলে মসজিদে বসে ইন্টারনেট ব্যবহার জায়েজ হবে। তবে খেয়াল রাখতে হবে যেন কোন নাজায়েজ ছবি বা ভিডিও দৃষ্টিগোচর হয়ে না যায়। দ্বীনী কাজ ছাড়া এমনিতে মসজিদে বসে ইন্টারনেট ব্যবহার করা যাবে না। [আলবাহরুর রায়েক-৫/৪১৯]

তবে যেহেতু ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে মাঝে মাঝে ছবি ও অন্যান্য বিষয়ও চলে আসে, তাই ব্যবহার না করাই উচিত।

সূত্র: (আহলে হক মিডিয়া ও আওয়ার ইসলাম)

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1216
Post Views 1823