MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ঈদে মুক্তি পাবে না বাপ্পির ‘সুলতানা বিবিয়ানা’

In সিনেমা জগৎ - Aug 22 at 5:12pm
ঈদে মুক্তি পাবে না বাপ্পির ‘সুলতানা বিবিয়ানা’

আসছে ঈদুল আজহায় হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা’ মুক্তি দেওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। কারণ হিসেবে পরিচালক জানালেন নায়ক বাপ্পির অসুস্থতার কথা। হিমেল আশরাফ বলেন, ‘সুলতানা বিবিয়ানা ছবির শুধু একটি গানের শুটিং বাকি ছিল। এই গানের শুটিং আগামী কাল থেকে বান্দরবানে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কিছুদিন আগে ছবির নায়ক বাপ্পির পিঠে অপারেশন হয়, যার কারণে এই মুহূর্তে শুটিং করার মতো তিনি সুস্থ নন। এ অবস্থায় আমরা আগামী ঈদে সুলতানা বিবিয়ানা মুক্তি দিতে পারছি না। আশা করি, অক্টোবর মাসের ৭ তারিখ সারা দেশে সুলতানা বিবিয়ানা একযোগে মুক্তি পাবে।’

এই ঈদে বাপ্পি ও আঁচল অভিনীত ‘সুলতানা বিবিয়ানা’ মুক্তি না পেলেও নায়ক বাপ্পির অন্য দুটি ছবি ঠিকই মুক্তি পাচ্ছে। দুটি ছবি হলো শাহ আলম মণ্ডল পরিচালিত ‘আপন মানুষ’ ও ইফতেখার চৌধুরী পরিচালিত ‘এক রাস্তা/ওয়ান ওয়ে’। ‘আপন মানুষ’-এ বাপ্পির সঙ্গে অভিনয় করেছেন পরী মণি। আর নায়িকা ববি রয়েছেন ‘এক রাস্তা/ওয়ান ওয়ে’ ছবিতে।

‘আপন মানুষ’ নিয়ে পরিচালক শাহ আলম মণ্ডল বলেন, ‘আমার ছবির সেন্সর বোর্ডের ছাড়পত্র রয়েছে। যে কোনো সময় ছবিটি মুক্তি দিতে পারি। আমি ভালো একটা সময়ের জন্য অপেক্ষা করছিলাম। ঈদের সময় যেহেতু পরী মণির রক্ত ছবিটি মুক্তি পাচ্ছে না, তাই ঈদে ছবিটি মুক্তি দিতে চাই। কারণ নায়ক বাপ্পির এরই মধ্যে দর্শক তৈরি হয়েছে। নায়িকা পরীরও দর্শক তৈরি হয়েছে। ঈদে বাপ্পি-পরী জুটির এই ছবি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে। আমি প্রস্তুত, এখন কোনো বড় ধরনের ঝামেলা না হলে ছবিটি ঈদে মুক্তি পাবে।’

‘এক রাস্তা/ওয়ান ওয়ে’ নিয়ে ছবির নায়িকা ববি বলেন, ‘গত কয়েক বছর ধরেই আমার ছবি ঈদে দর্শকদের আনন্দ দিয়েছে। গত রোজার ঈদে আমার কোনো ছবি মুক্তি পায়নি। যে কারণে কয়েকবার ঘোষণা দিয়েও ছবিটি মুক্তি দেওয়া হয়নি। কারণ আমরা ছবিটি ঈদে মুক্তি দিতে চেয়েছি। আগামী ঈদে আমি বাপ্পিকে নিয়ে দর্শক মাতাতে হলে আসছি। আপনারা সঙ্গে থাকবেন। ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। মুক্তি দিতে কোনো বাধা নেই।’

তথ্যসূত্রঃ এনটিভি অনলাইন

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5446
Post Views 277