MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

রণবীরকে জনসম্মুখে তামান্নার চুমু

In বিবিধ বিনোদন - Aug 22 at 4:43pm
রণবীরকে জনসম্মুখে তামান্নার চুমু

বলিউড অভিনেতা রণবীর সিং। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে এ অভিনেতার প্রেমের সম্পর্ক নিয়ে মুখরিত বলিপাড়া।

আর রণবীর কিনা রোমান্সে মেতেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে। শুধু তাই নয়, সকলের সামনে রণবীরকে চুমু খেলেন তামান্না ভাটিয়া।

জানা গেছে, রোহিত শেঠীর পরিচালনায় ‘রণবীর চিং’ বিজ্ঞাপনের প্রচারণায় হাজির হয়েছিলেন রণবীর সিং, রোহিত শেঠী এবং তামান্না ভাটিয়া। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিচ্ছিলেন তারা। হঠাৎ রণবীর চুমু খাওয়ার চ্যালেঞ্জ দিয়ে বসেন তামান্নাকে। আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করে সকলের সামনে রণবীরকে চুমু খেলেন তামান্না।

এর আগে প্রথম যখন খবর প্রকাশিত হয় রোহিত এবং রণবীর সিং জুটি বেঁধে কাজ করছেন, তখন সবাই মনে করেছিলেন হয়তো কোনো সিনেমার জন্য জুটিবদ্ধ হচ্ছেন তারা। কিন্তু পরে জানা যায়- কোনো সিনেমা নয়, বরং একটি নুডুলসের নাম ‘রণবীর চিং’।

তথ্যসূত্রঃ নয়া দিগন্ত

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5186
Post Views 432