MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সড়ক দুর্ঘটনায় মারা গেল অস্ট্রেলিয়ান বিশ্বসুন্দরী!

In বিবিধ বিনোদন - Aug 22 at 8:30am
সড়ক দুর্ঘটনায় মারা গেল অস্ট্রেলিয়ান বিশ্বসুন্দরী!

স্বপ্ন ছোঁয়ার থেকে মাত্র এক কদম দূরে ছিলেন। ফাইনালে জিতলে তিনিই হতেন বিশ্বের সেরা সুন্দরী। কিন্তু বিশ্বসুন্দরীর মঞ্চে আর ওঠা হলো না তার। সড়ক দুর্ঘটনায় মাত্র ১৭ বছর বয়সেই অকালে প্রাণ হারালেন মিস ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া ফাইনালিস্ট এলিস মিলার কেনেডি।

গত ৭ অগাস্ট সন্ধ্যায় অস্ট্রেলিয়ায় এলিসের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আরেকটি গাড়ির। এলিসের মাথায় মারাত্মক চোট লাগে। গভীর ক্ষত সৃষ্টি হয় মুখেও।

আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের খবর, দুর্ঘটনার পর প্রায় ২ ঘণ্টা আহত রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন মিলার। কেউ তাকে হাসপাতালে নিয়ে যাননি।

দ্বাদশ শ্রেণির ছাত্রী মিলার মাত্র সপ্তাহ দুয়েক আগেই ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন।

Googleplus Pint
Noyon Khan
Posts 2726
Post Views 505