MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ইনজুরিতে ওয়ানডে সিরিজ শেষ উইলির

In ক্রিকেট দুনিয়া - Aug 22 at 12:05am
ইনজুরিতে ওয়ানডে সিরিজ শেষ উইলির

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ইংল্যান্ড স্কোয়াডে ডাক পেয়েছিলেন ডেভিড উইলি। কিন্তু টি-টোয়েন্টি ব্লাস্টের চূড়ান্ত দিনে হাতে চোট পাওয়ায় ঘরের মাঠের সিরিজ থেকে ছিটকে পড়েছেন তিনি। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন নটিংহ্যামশায়ারের জ্যাক বল।

ডারহামের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচে মার্ক স্টোনম্যানের ক্যাচ লুফে নিতে ডাইভ দিয়েছিলেন উইলি। নিজের দ্বিতীয় ওভারে দেওয়া সেই ডাইভে চোট পান তিনি। চোট নিয়ে চার ওভার বল করেছিলেন তিনি। পরবর্তীতে ব্যাটিং করার সময় ব্যথা অনুভব করেন ২৬ বছর বয়সি তারকা।

রোববার উইলির চোট জানতে এক্সরে করানো হয়। ইসিবি এক বিবৃতি এ প্রসঙ্গে জানায়, ‘তার হাতে গুরুতর কোনো ইনজুরি ধরা পড়েনি। তবে আরও ভালো করে জানার জন্য সোমবার বিশেষজ্ঞ একজন পরামর্শকের সাহায্যে আবারও পরীক্ষা করানো হবে।’

গত বছরের মে মাসে অভিষেক হওয়া উইলি ইংল্যান্ডের হয়ে ১৮ ওয়ানডে খেলেছেন। ওয়ানডেতে ২৭.৮২ গড়ে ২৯ উইকেট নিয়ে ইংলিশ শিবিরে গুরুত্বপূর্ণ একজন বোলার হয়ে উঠেছেন তিনি। গত মাসে কার্ডিফে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে নিজের ক্যারিয়ার সেরা ৩৪ রানে ৪ উইকেট তুলে নেন বাঁহাতি এই পেস বোলার।

তথ্যসূত্রঃ প্রথম আলো

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5334
Post Views 174