MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

প্রযোজকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন ইলিয়ানা ডি’ক্রুজ

In বিবিধ বিনোদন - Aug 21 at 7:34pm
প্রযোজকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন ইলিয়ানা ডি’ক্রুজ

সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেও তার নামে সিনেমার প্রচার করায় প্রযোজকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। বিবাদের শুরু ‘আঁখে-২’ নামে একটি নির্মিতব্য মুভিকে ঘিরে। সিনেমাটির নির্মাতা দাবি করছেন, ওই ছবিতে নাকি অভিনয় করতে দেখা যাবে ইলিয়ানাকে। কিন্তু সে দাবি উড়িয়ে দিয়েছেন অভিনেত্রীর ম্যানেজার।

জানা গেছে, ইলিয়ানাকে এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু অভিনেত্রী তা নাকচ করে দিয়েছেন। কিন্তু অনুমতি ছাড়াই তার নাম ‘আঁখে-২’ এর নির্মাতারা ঘোষণা করেছেন বলে অভিযোগ ইলিয়ানার ম্যানেজারের। এই ঘটনায় ক্ষেপে গেছেন নায়িকা। সে কারণেই তিনি আইনি পদক্ষেপ নিতে চলেছেন বলে জানা গেছে।

কোনও সিনেমায় বড় বড় তারকা থাকার কথা ঘোষণা করলে সহজে লগ্নিকারীদের দৃষ্টি আকর্ষণ করা যায়। সে কারণেই ‘আখেঁ-২’ এর নির্মাতারা ইলিয়ানার নাম ঘোষণা করেছিলেন বলে মনে করছেন নায়িকার ঘনিষ্ঠরা।

তথ্যসূত্রঃ এবেলা

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5334
Post Views 297