MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন নারী!

In ভয়ানক অন্যরকম খবর - Aug 21 at 12:25pm
বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন নারী!

ভারতের উত্তর প্রদেশের বরাইচের কতরনিয়া ঘাট এলাকায় বরখড়িয়া সংরক্ষিত বনভূমিতে বাঘের খপ্পরে পড়েছিলেন বিদ্যাবতী। প্রায় ২০ মিনিট ধরে বাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে ফিরেছেন তিনি।

আনন্দনগরের বাসিন্দা বিদ্যাবতী জঙ্গলের কাছের একটি জমি দেখতে গিয়েছিলেন। হঠাৎ বাঘ এসে হাজির। ভয় পেয়েছেন তিনি, তবুও বাঁচার প্রচন্ড ইচ্ছার কাছে হেরে গেল ভয়। লড়বেন বলেই ঠিক করলেন। প্রায় ২০ মিনিট বাঘের সঙ্গে লড়াই হলো তার। সফল হলেন বিদ্যাবতী। তবে প্রাণে বেঁচে ফিরলেও ক্ষতবিক্ষত হয়েছেন তিনি।

এসময় বিদ্যাবতীর চিৎকারে গ্রামবাসী লাঠিসোটা নিয়ে হাজির হয়। পালিয়ে যায় বাঘটি। কেউ কেউ এসেছিলেন বাঁচাতে নয়, বাঘ-মানুষের যুদ্ধ দেখতে।

বনবিভাগকে খবর দেওয়া হয় সাথে সাথেই। বিদ্যাবতীকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাকে অন্য একটি স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করা হয়।

এ ঘটনার কারণে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে বন বিভাগের পক্ষ থেকে।

Googleplus Pint
Noyon Khan
Posts 2768
Post Views 744