MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বিনামূল্যে পাওয়া যাচ্ছে বাংলালিঙ্ক সিম!

In Banglalink - Aug 21 at 7:43am
বিনামূল্যে পাওয়া যাচ্ছে বাংলালিঙ্ক সিম!

ঢাকার অদূরে নারায়ণগঞ্জ শহরের পথে পথে বিনামূল্যে পাওয়া যাচ্ছে বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের সিম। কোনো টাকাই লাগবে না সিম কিনতে, ‘বাংলালিঙ্ক সিম এখন ফ্রি’ কাগজে লেখা প্ল্যাকার্ড লাগিয়ে ফুটপাতে এমন বেশকিছু অস্থায়ী দোকানে বিনামূল্যে সিম দেওয়া হচ্ছে।

শহরের চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এইরকম কয়েতটি ভ্রাম্যমাণ সিম বিক্রেতাকে দেখা মিললো। যারা ‘ফ্রি বাংলালিঙ্ক সিম’ লেখা কয়েকটি স্টলে বসে সিম বিক্রি করছিলেন। এছাড়াও বন্দর, শহরের বিভিন্ন স্থানে ফ্রি সিম বিক্রি করতে দেখা যায়। এইরকম একজন সিম বিক্রেতার বিষয়টা নিয়ে কথা বলতে গেলে তিনি জানান, মোবাইল কোম্পানি আমাদেরকে এই সুবিধা দিয়েছে। কোম্পানির প্রমোশনের জন্য আমরা বিনামূল্যে সিম বিক্রি করছি।

একদম বিনামূল্যে সিম বিক্রয় করলেও ‘সামান্য’ শর্ত যুক্ত রয়েছে। সিম বায়োমেট্রিক পদ্ধতি মেনে রেজিস্ট্রেশন করে দেয়া হবে, আর তাতে মাত্র ২৯ টাকা রিচার্জ করতে হবে। আর রিচার্জের সাথে সাথেই বিনামূল্যে সিমটি গ্রাহকের হাতে তুলে দেয়া হবে।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1515
Post Views 3022