MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

পরিণীতির সার্কাস!

In সিনেমা জগৎ - Aug 19 at 6:11pm
পরিণীতির সার্কাস!

যেভাবে আলো ছড়ানোর কথা সেভাবে দেখা যায়নি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়ার ব্যাকরাউন্ড আর নিজের উচ্চতর ডিগ্রি কোনো কিছুই তার অভিনয় ক্যারিয়ারের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারেনি। এই অবস্থায় বেশ কয়েক মাস ছবিশূন্য অবস্থায় ছিলেন পরিণীতি।

কিছু দিন আগে নতুন ছবির সাথে তার সম্পৃক্ত হওয়ার কথা শোনা গেলেও ছবির নাম আর পরিচালক সম্পর্কে নিশ্চিত ছিলেন না কেউই। সম্প্রতি জানা গেছে সার্কাস করছেন এ অভিনেত্রী। না, সত্যিকারের সার্কাস নয়, ‘সার্কাস’ নামের একটি ছবিতে অভিনয় করবেন তিনি।

কোরিওগ্রাফার বসকো মারটিস পরিচালক হিসেবে আসছেন ‘সার্কাস’ নামের ছবিটি নিয়ে। বসকো জানান, প্রায় এক বছর ধরেই লেখা হচ্ছে ছবিটির চিত্রনাট্য। এক বাবা-মেয়ের কাহিনী নিয়ে আবর্তিত হবে ছবির গল্প। তবে পরিণীতির বাবার ভূমিকায় কে অভিনয় করছেন তা এখনও নিশ্চিত নয়।

তথ্যসূত্রঃ এবেলা

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5474
Post Views 234