MysmsBD.ComLogin Sign Up

তবে বাবা চান আলিয়া 'ফেল' করুক

In সিনেমা জগৎ - Aug 19 at 3:42pm
তবে বাবা চান আলিয়া 'ফেল' করুক

একের পর এক আলিয়ার ছবি হিট হয়ে যাক, চান না মহেশ ভাট। তিনি চান, আলিয়ার ছবিও ফ্লপ করুক। ফেল হলে ঠিক কী অনুভূতি হয়, তা জানা দরকার আলিয়ার।

আলিয়ার জন্য সেটা দরকার। এতে ভালো হবে আলিয়ার। উড়তা পাঞ্জাবে আলিয়ার অভিনয় দেখে মুগ্ধ মহেশ। তিনি জানিয়েছেন, আলিয়া ছবিতে এক অসাধারণ অভিনেত্রীর মতো কাজ করেছেন। কীভাবে আলিয়া এমন অভিনয় করতে পারলেন, জানেন না মহেশ। নিঃসন্দেহে আলিয়ার এই উত্থান ভালো। কিন্তু ফেলিওর কী, সেটাও যেন আলিয়া বুঝতে পারেন।

আলিয়ার কি হলিউডে যাওয়ার সম্ভাবনা আছে? মহেশ উত্তরে বলেছেন, সিদ্ধান্ত অবশ্যই নেবেন আলিয়া। কিন্তু তিনি যদি বিদেশি ছবি করতে চান, তাঁর আপত্তি নেই। তিনি বরং সমর্থনই করবেন।

তথ্যসূত্রঃ এবেলা

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6704
Post Views 278