MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

হঠাৎ বিতর্কে পরিণীতি

In বিবিধ বিনোদন - Aug 18 at 6:56pm
হঠাৎ বিতর্কে পরিণীতি

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই শরীরের গড়ন বা বডি শেমিংয়ের শিকার হন তারকারা। এ তালিকায় ছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়াও। এক সময় নিজের শরীরের গড়ন নিয়ে অনেক কথাই শুনতে হয়েছে তাকে।

এবার খোদ পরিণীতিই কথা বললেন তার বন্ধুর শরীরের গড়ন নিয়ে। এ জন্য মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিতর্কের মুখে পড়েছেন এ অভিনেত্রী।

সম্প্রতি একটি ভিডিও বার্তায় এক বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানান পরিণীতি। এ সময় সেই বন্ধুকে কম খেয়ে চিকন হওয়ার উপদেশ দেন এ তারকা।

এরপরই টুইটারে তার এ কথার প্রেক্ষিতে অনেকেই মন্তব্য করতে থাকেন। একজন লিখেন, ‘এক সময় পরিণীতিও মোটা ছিলেন, তাকেও এ নিয়ে কথা শুনতে হয়েছে। আপনাদের কি মনে হয় না জন্মদিনে বেচারা মেয়েটির প্রতি পরিনীতির সদয় হওয়া উচিৎ ছিল।’

অন্য একজন লিখেন, ‘পরিণীতির প্রতি আমার উচ্চ ধারণা ছিল। কম খাও, চিকন হও- এটা কোনো বন্ধুর জন্য ভালো জন্মদিনের শুভেচ্ছা নয়।’

গত বছর নিজের শরীর কমানোর জন্য নয় মাস ছুটিতে ছিলেন পরিণীতি। এর পর নিজের ফিটনেস ঠিক করে তিনি বলেছিলেন, ‘আমি আমার ওজন নিয়ে অনেক সংগ্রাম করেছি। আমি সুস্বাস্থ্যের অধিকারী ছিলাম না। আমি এ নিয়ে কাজ করেছি। আমাকে সঠিক অবস্থায় ফিরিয়ে আনতে বলিউডের একটা চাপ ছিল।’

কিছুদিন আগে যিনি অতিরিক্ত ওজনের জন্য কথা শুনতেন, এখন তিনি তার বন্ধুকে ওজন নিয়ে কটাক্ষ করছেন। পরিণীতির বিষয়টি অনেকেই মেনে নিতে পারছেন না।

তথ্যসূত্রঃ নয়া দিগন্ত

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5351
Post Views 274