MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

নগ্ন রাধিকাকে নিয়ে মুখ খুললেন আদিল

In বিবিধ বিনোদন - Aug 16 at 8:37pm
নগ্ন রাধিকাকে নিয়ে মুখ খুললেন আদিল

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে এবং আদিল হোসেনের প্রার্চদ সিনেমার একটি দৃশ্য সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। দৃশ্যটিতে রাধিকাকে নগ্ন অবস্থায় দেখা যায়।

এদিকে তাদের এই দৃশ্যটি ফাঁস হয়ে যাওয়ায় ভীষণ হতাশ সিনেমায় রাধিকার সহ-অভিনেতা আদিল।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আদিল হোসেন বলেন, ‘আমি গুগল অ্যালার্টের মাধ্যমে গতকাল বিষয়টি সম্পর্কে জানতে পারি এবং প্রথমে বিষয়টি আমার কাছে আজব লেগেছে। এর মাধ্যমে এটাই প্রমাণ হয় যে, আমাদের সমাজের মানুষ যৌনতায় কতটা আচ্ছন্ন। আপনারা শুধু যৌনদৃশ্যই ফাঁস করলেন কিন্তু সিনেমার অন্য সুন্দর দৃশ্য ফাঁস করলেন না।’

প্রার্চদ সিনেমার গল্প গুজরাটের অজপাড়া গাঁয়ের চার নারীকে নিয়ে। যারা শত বছর ধরে চলে আসা পুরুষতান্ত্রিক সমাজের প্রথা থেকে মুক্ত হতে চায়। এ অভিনেতা মনে করেন- ভিডিওটির শিরোনাম ‘আদিল হুসাইন সেক্স সিন’ না হয়ে ‘রাধিকা আপ্তে সেক্স সিন’ দেওয়া হয়েছে এতেই প্রমাণ হয় ভারতের মানুষের মানসিকতা কতটা পুরুষতান্ত্রিক।

আদিল বলেন, ‘ভিডিওটির সবচেয়ে মজার বিষয় এর শিরোনাম। এটির নাম দেওয়া হয়েছে ‘রাধিকা আপ্তে সেক্স সিন’ কিন্তু ‘আদিল হুসাইন সেক্স সিন’ দেওয়া হয়নি। এর মানে যখন একজন পুরুষ কাজটি করে তখন এটি কোনো ঘটনা নয় আর নারী করলেই তা ঘটনা। তখন তা হয়ে যায় যৌন দৃশ্য। এটাই প্রমাণ করে আমরা কি ধরনের পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি। কিন্তু পশ্চিমা দেশগুলোতে সিনেমায় এ ধরনের দৃশ্য স্বাভাবিকভাবে দেখানো হয়।’

এ দৃশ্য ফাঁসের পেছনে কারা রয়েছে তা নিয়ে আদিল বলেন, ‘আমি নিশ্চিত এ দৃশ্য যে ফাঁস করেছেন তিনি কোনো নারী নন বরং পুরুষ এবং সে একজন ভারতীয়।’

এদিকে বিষয়টি নিয়ে নির্মাতা ভারতের সাইবার সেলের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে।

তথ্যসূত্রঃ কালের কন্ঠ

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5351
Post Views 398