MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

অবশেষে নিজের লাভ লাইফ নিয়ে মুখ খুললেন নার্গিস!

In বিবিধ বিনোদন - Aug 16 at 7:11am
অবশেষে নিজের লাভ লাইফ নিয়ে মুখ খুললেন নার্গিস!

লাভ লাইফ নিয়ে মুখ খুললেন নার্গিস ফখরি। বেশ কয়েক মাস ধরে একেবারেই ভালো যাচ্ছে না তার লাভ লাইফ।

সোশাল মিডিয়ে এমন একটি ছবি তিনি পোস্ট করেছেন যা দেখে মনে হচ্ছে যে প্রেমে বেশ বড়সর ধাক্কা খেয়েছেন তিনি।

ছবিতে একটি কুকুরকে শুয়ে থাকতে দেখা গেছে। যার মধ্যে লেখা যখন কেউ সিঙ্গেল থাকে এবং মনের মধ্যে কারোর চিটিং করার ভয় থাকে না তখন মানুষ ওইভাবে ঘুমায়।

নার্গিস কি তবে কিছু ইঙ্গিত দিতে চাইছেন? উদয় চোপড়ার সঙ্গে তার সম্পর্ক খারাপ হচ্ছে বলে যে শোনা যাচ্ছে, একি তারই আভাস?

উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। কিন্তু, সেই জল্পনাতে পানি ঢেলে দিয়েছিলেন খোদ উদয় চোপড়া।

তারপর মনের দুঃখে হাউসফুল ৩-এর প্রচার মাঝপথে ছেড়ে দিয়ে শরীর খারাপ হওয়ার অজুহাতে, দেশ ত্যাগ করেছিলেন নার্গিস।

তারপর আরো শোনা গিয়েছিল, আর নাকি কোনো দিনই দেশে ফিরবেন না তিনি। চিরদিনের মতো অামেরিকা চলে গেছেন। কিন্তু, সেই গুজবকে মিথ্যে প্রমাণ করে মুখ ঢেকে আবার ভারতে ফেরলেন তিনি।

তবে আপাতত রবি যাদব পরিচালিত ছবি ব্যাঞ্জোর প্রচারের জন্য ব্যস্ত আছেন নার্গিস। ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।

Googleplus Pint
Noyon Khan
Posts 2752
Post Views 184