MysmsBD.ComLogin Sign Up

শিল্পার সামনে চিপস খাওয়া মানা বাচ্চাদের!

In বিবিধ বিনোদন - Aug 16 at 7:04am
শিল্পার সামনে চিপস খাওয়া মানা বাচ্চাদের!

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি নিজের পাশাপাশি তার আশপাশের মানুষের স্বাস্থ্য নিয়েও দারুণ সচেতন। বিশেষ করে শিশুদের ব্যাপারে শিল্পা একটু বেশিই কঠোর। শিশুদের স্বাস্থ্যসম্মত খাবারের ব্যাপারে তিনি সামান্যতম ছাড় দিতেও নারাজ।

এমনকি তিনি তার শুটিং দলের সবাইকে সাফ জানিয়ে দিয়েছেন, তার সামনে কোনো শিশুই চিপস, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা বার্গারের মতো ‘জাঙ্ক ফুড’ খেতে পারবে না।

বর্তমানে শিল্পা শেঠি বাচ্চাদের নিয়ে একটি নাচের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করছেন।

নাচের প্রতিভা খোঁজার পাশাপাশি এতে অংশ নেওয়া বাচ্চাদের স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার বিষয়েও নিয়মিত তদারকি করছেন এই অভিনেত্রী।

শিল্পা অনুষ্ঠানের প্রযোজক ও পৃষ্ঠপোষকদের সঙ্গে আলোচনা করেছেন। প্রতিদিন বাচ্চাদের যেন তাজা ফলের জুস, স্যান্ডউইচ, ডাবের পানি ও খিচুড়ি খেতে দেওয়া হয়—এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

পরে গণমাধ্যমকে এ বিষয়ে শিল্পা বলেন, ‘যা আমি চর্চা করি, তা-ই প্রচার করি। আমি বাসায় আমার ছেলে ভিয়ানের খাবার নিয়েও সচেতন। কারণ শারীরিক গঠনের পরিবর্তন শিশুকাল থেকেই শুরু করতে হয়।’

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Googleplus Pint
Noyon Khan
Posts 3489
Post Views 103