MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

‘ফোর জি’র পরীক্ষা সফল, সেবা দিতে প্রস্তুত রবি

In Robi Axiata - Aug 15 at 10:57pm
‘ফোর জি’র পরীক্ষা সফল, সেবা দিতে প্রস্তুত রবি

সম্প্রতি ফোর-জি প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে রবি। পরীক্ষা চলাকালে ডাউনলোড স্পিড ছিল ৭১ দশমিক ২৬ এমবিপিএস। এই পরীক্ষার জন্য হুয়াওয়ের পি৯ প্লাস হ্যান্ডসেট ব্যবহার করা হয়।

রাজধানীর গুলশানে রবির কাস্টমার এক্সপেরিয়েন্স সেন্টারে এই প্রযুক্তিটির পরীক্ষা পরিচালিত হয়। রবিবার মোবাইলফোন অপারেটর রবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।এসময় রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে, চিফ টেকনোলজি অফিসার এ কে এম মোর্শেদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার ইয়াপ ওয়াই ইপ, চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, অ্যাকসেস নেটওয়ার্ক ইমপ্লিমেন্টেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রুবাইয়াৎ আকরাম এবং হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার ঝাও হাওফু ও অ্যাকাউন্ট ডিরেক্টর নি কাই উপস্থিত ছিলেন।

পরে রবির চিফ টেকনোলজি অফিসার এ কে এম মোর্শেদ বলেন, “এই সফল পরীক্ষার মাধ্যমে আমরা গ্রাহকদের জানান দিচ্ছি, ফোর জি’র গতিতে আপনাদের আপন শক্তিতে জ্বলে উঠার সুযোগ করে দেওয়ার জন্য প্রস্তুত রবি। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এ পদক্ষেপ একটি মাইলফলক হয়ে থাকবে।”হুয়াওয়ের সিইও ঝাও হাওফু বলেন, “রবির সাথে এলটিই প্রযুক্তি পরীক্ষার সময় ৭০ এমবিপিএসের বেশি স্পিড দেখে আমরা অভীভূত। আমরা বিশ্বাস করি, এলটিইর মাধ্যমে রবি সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আরো জোরালো ভূমিকা রাখতে পারবে।

“রবির অন্যতম ব্যবসায়িক সহযোগী হিসেবে অপারেটরটির এ লক্ষ্য বাস্তবায়ন এবং এর গ্রাহকদের জন্য ফোর জি নেটওয়ার্কে আকর্ষণীয় স্পিড উপভোগের সুযোগ আনবে হুয়াওয়ে।”

সফল এই পরীক্ষার মাধ্যমে গ্রাহকদের ফোর জি প্রযুক্তির সেবা দিতে রবি প্রস্তুত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1272
Post Views 555