MysmsBD.ComLogin Sign Up

ইমরানের নতুন মিউজিক ভিডিও 'নিশিরাতে'

In মিউজিক ক্যাফে - Aug 15 at 10:07pm
ইমরানের নতুন মিউজিক ভিডিও 'নিশিরাতে'

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান 'নিশিরাতে' শিরোনামে গানের মিউজিক ভিডিও নিয়ে দর্শক-শ্রোতামহলে আসছেন। এ গানটিতে বড় পর্দার জনপ্রিয় মুখ খালেদা আক্তার কল্পনাকে একজন মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

প্রায় তিন বছর পর কোনো মিউজিক ভিডিওতে অভিনয় করলেন এ অভিনেত্রী। সম্প্রতি ভিডিওটির শুটিং শুরু হয়েছে। এতে মডেল হিসেবে আরো রয়েছেন আশফাক রানা ও সায়রা।

ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। গানটি নেওয়া হয়েছে সিডি চয়েজ থেকে প্রকাশিত চলতি বছরের সবচেয়ে আলোচিত তাহসান ও ইমরানের দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’ থেকে।

ইমরান বলেন, ‘ছোটবেলা থেকেই খালেদা আক্তার কল্পনার অভিনয় দেখে আসছি। আমি তাঁর অনেক বড় একজন ফ্যান। তিনি আমার গানের সঙ্গে অভিনয় করেছেন ভাবতেই ভালো লাগছে।’

এ প্রসঙ্গে নির্মাতা সৈকত রেজা বলেন, ‘গানটির গল্প নিয়ে কাজ করতে করতে খালেদা আক্তার কল্পনার নামটি মাথায় আসে। প্রস্তাব দেওয়ার পর তিনি রাজি হন। এটা আমার জন্য অনেক সম্মানের।’

কিছুদিনের মধ্যেই বিভিন্ন টিভি চ্যানেল এবং ইউটিউবে ভিডিওটির প্রচার শুরু হবে।

উল্লেখ্য, ‘নিশিরাতে’ ইমরানের গাওয়া প্রথম ফোক গান। ভিডিওটি প্রযোজনা করছে সিডি চয়েজ।

Googleplus Pint
Noyon Khan
Posts 3481
Post Views 345