MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

৮১ বছর পর ধনঞ্জয়া-চান্দিমাল

In ক্রিকেট দুনিয়া - Aug 15 at 2:16pm
৮১ বছর পর ধনঞ্জয়া-চান্দিমাল

মাত্র ২৬ রানেই পড়েছিল ৫ উইকেট। সেখান থেকে কী দুর্দান্তভাবেই না শ্রীলঙ্কাকে পথ দেখালেন দিনেশ চান্ডিমাল ও ধনঞ্জয়া ডি সিলভা। এই দুজনের দারুণ দুটি সেঞ্চুরিতেই কলম্বো টেস্টের প্রথম ইনিংসে কাল ৩৫৫ রান তুলেছে শ্রীলঙ্কা।

চান্দিমাল-ধনঞ্জয়ার ষষ্ঠ উইকেট জুটিতে আসে ২১১ রান। ছয়ে নেমে চান্দিমাল করেছেন ১৩২ রান। আর সাতে নামা ধনঞ্জয়ার ব্যাট থেকে আসে ১২৯ রান।

৮১ বছর পর এবং দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ইনিংসে ছয় ও সাত নম্বর ব্যাটসম্যান সেঞ্চুরি পেলেন।

এর আগে ১৯৩৪ অ্যাশেজ সিরিজে লর্ডসে দ্বিতীয় টেস্টে এমন কৃতিত্ব দেখিয়েছিলেন ইংল্যান্ডের মরিস লেল্যান্ড ও লেস অ্যামেস। ছয়ে নেমে লেল্যান্ড করেছিলেন ১০৯ রান। আর সাতে নামা অ্যামেসের ব্যাট থেকে এসেছিল ১২০ রান।

তথ্যসূত্রঃ জুমবাংলা

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5286
Post Views 302