MysmsBD.ComLogin Sign Up

ভালবাসায় ধোকা নিয়ে মুক্তি পেল সানি লিওনের ‘বেইমান লাভ’

In সিনেমা জগৎ - Aug 15 at 2:07pm
ভালবাসায় ধোকা নিয়ে মুক্তি পেল সানি লিওনের ‘বেইমান লাভ’

ভালবাসায় ধোকা নিয়ে মুক্তি পেল এক সফল বিজনেস উইমেনর কাহিনি ‘বেইমান লাভ’। বরাবরের মতো এই ছবিতে রয়েছে সানির মায়া। তবে এটাই শেষ! এর পর আর সানিকে দেখা যাবে না কোনও অভিন্ন রকম দৃশ্যের।

‘বেইমান লাভ’ এক মেয়ের কাহিনি। যে সফলতার শিখরে উঠতে যেকোনও পর্যায় যেতে পারে। বাজি রাখতে পারে নিজের মনেরও। বলি অন্দরের খবর, এই ছবির অফার পাওয়ার পর সানি খুব আনন্দিত ছিল। কিন্তু শুটিংয়ের সময় আসে বিপত্তি।

তিনি দেখেন প্রয়োজনের তুলনায় বেশি অভিন্ন দৃশ্য রয়েছে সেখানে। তাই ‘বেইমান’ ফ্লোরে তিনি প্রতিশ্রুতি নিয়ে ফেলেন, আর কোনও অভিন্ন ছবিতে অভিনয় করবেন না সানি। এমনকি লিপ কিসও করবেন না বেবিডল।

এদিকে বক্স-অফিসে লক্ষ্মী টানতে সানির লাস্যকে পর্দায় ব্যবহার করছেন বলিউডের পরিচালক-প্রয়োজকরা। তাই সানির এমন প্রতিজ্ঞায় বিপাকে পড়েছেন তাঁরা! কিন্তু আশা ছাড়ছেন না তাঁরা।

আপাতত বলিপাড়ায় জাঁকিয়ে বসেছে লিওন। লিড চরিত্রে না হলেও থাকছেন আইটেম নাম্বারে। ইতিমধ্যে শাহরুখের সঙ্গে স্ক্রিন-স্পেস শেয়ার করে ফেলেছেন তিনি। শোনা যাচ্ছে, অজয়ের আগামী ছবিতেও আইটেম নাম্বার নিয়ে আসছেন তিনি।

Googleplus Pint
Noyon Khan
Posts 3282
Post Views 317