MysmsBD.ComLogin Sign Up

বিসিএলে খেলবেন সাকিব-তামিমরা

In ক্রিকেট দুনিয়া - Aug 15 at 1:06pm
বিসিএলে খেলবেন সাকিব-তামিমরা

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্ততির অংশ হিসেবে জাতীয় দলের দলের ক্রিকেটারদের বিসিএল খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংলিশদের বিপক্ষে ৭ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

এর আগে আগামী ২০ সেপ্টেম্বর শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্ট বিসিএল। তবে একটা-দুইটার বেশি ম্যাচ খেলতে পারবেন না জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশের ওয়ানডে দলে যারা থাকবেন সিরিজের আগে তারা খেলবেন প্রথম রাউন্ড। টেস্ট দলে যারা থাকবেন তারা খেলবেন দুটি করে ম্যাচ। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্তের কথা জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

তিনি বলেন, ওয়ানডে টিমে যারা খেলবে তারা প্রথম ম্যাচটা খেলতে পারবে। সম্ভবত টেস্ট টিমে যারা থাকবে ওরা দ্বিতীয়টিতেও খেলতে পারবে।

তথ্যসূত্রঃ কালের কন্ঠ

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7067
Post Views 589