MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

অচেনা দম্পতির ছবি তুললেন রণবীর

In বিবিধ বিনোদন - Aug 15 at 1:39am
অচেনা দম্পতির ছবি তুললেন রণবীর

বলিউড অভিনেতা রণবীর সিংকে চিনতে না পেরে তাঁকে দিয়ে ছবি তুলিয়ে লজ্জায় পড়ে গেছেন এক দম্পতি। পরে ক্ষমা চেয়ে সেই ছবি প্রকাশ করতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শ্যুটিং করতে রণবীর এখন সুইজারল্যান্ডে। শুটিং-এর অবকাশে তিনি ঘুরতে বেরিয়েছিলেন।

হঠাৎই এক কোরীয় দম্পতির আবদার তাঁদের ছবি তুলে দিতে হবে। ভক্তদের অনেক দাবি মেটাতে অভ্যস্ত রণবীর কিছুটা চমকে যান। তবে কিছু না বলে তাঁদের ছবি তুলে দেন। পরে রণবীর নিজের পরিচয় জানাতেই লজ্জায় পড়ে যান তাঁরা।

পরে সেই ছবি প্রকাশ করেন। সঙ্গে লেখা, ‘‌রণবীর সিং আমাদের ছবি তোলেন। আমরা বুঝতে পারিনি তিনি একজন সুপারস্টার। কি অসাধারণ ব্যাপার। ছবি তোলার জন্য তাঁর প্রশংসা করছি।’

তথ্যসূত্রঃ আজকাল

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5411
Post Views 156