MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বাসায় পৌঁছেছেন মুস্তাফিজ

In ক্রিকেট দুনিয়া - Aug 15 at 1:14am
বাসায় পৌঁছেছেন মুস্তাফিজ

লন্ডনে অস্ত্রোপচার হয় ক্রিকেটার মুস্তাফিজের। অস্ত্রোপচার শেষে বাসায় ফিরেছেন মুস্তাফিজ। শুক্রবার ব্যথা অনুভব করেন মুস্তাফিজ। সে ব্যথা আর নেই তার। দুই দিন হাসপাতালে ছিলেন মুস্তাফিজ। শনিবার সকালে মুস্তাফিজকে দেখার পর তাকে হাসপাতাল ছাড়ার ছাড়পত্র দেন সার্জন অ্যান্ড্রুওয়ালেস। হাসপাতাল থেকে পূর্ব লন্ডনের ডেগেনহাম এলাকায় সেন্ট পিটার্স স্কুল অব লন্ডনের প্রিন্সিপাল এ জি এম সাব্বিরের বাসায় পৌঁছেছেন মুস্তাফিজ। মুস্তাফিজের অস্ত্রোপচার করা চিকিৎসক ওয়ালেসও মুস্তাফিজের বর্তমান অবস্থায় বেশ সন্তুষ্ট। বিসিবি থেকে জানানো হয়, ১৭ আগস্ট (বুধবার) দুপুরে অস্ত্রোপচার পরবর্তী কিছু পরীক্ষা করাতে আবারও ক্রমওয়েল হাসপাতালে যেতে হবে মুস্তাফিজকে। এইসব পরীক্ষার রিপোর্ট চিকিৎসকের কাছে সন্তোষজনক হলে এর একদিন পরেই ঢাকায় আসার কথা মুস্তাফিজের। এখন মুস্তাফিজের সাথে রয়েছেন বিসিবির ডাক্তার দেবাশিষ চৌধুরী।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1515
Post Views 402