MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

টেস্ট র‌্যাংকিংয়ে পাকিস্তানের উন্নতি

In ক্রিকেট দুনিয়া - Aug 15 at 1:12am
টেস্ট র‌্যাংকিংয়ে পাকিস্তানের উন্নতি

ইউনিস খানের ডাবল সেঞ্চুরিতে ভর করে সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডেকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এর ফলে চার ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলো ২-২ সমতায়। ইংলিশদের মাটিতে এই পারফরম্যান্সের সুবাদে টেস্ট র‌্যাংকিংয়ে তিন নাম্বারে উঠে এসেছে পাকিস্তান।

২০ ম্যাচ খেলা পাকিস্তানের নামের পাশে জমা পড়েছে ১১১ রেটিং। ইংল্যান্ডের অবস্থান চতুর্থ, তাদের সংগ্রহ ১০৮। তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের দলের সঞ্চয় ১১৮। ভারত ১১২ রেটিং নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

এদিকে, বাংলাদেশ রয়েছে নবম স্থানেই। টাইগারদের পুঁজি ৫৭। সবার শেষে অর্থাৎ দশম স্থানধারী দল জিম্বাবুয়ে। তাদের ঝুলিতে জমা আছে মোটে ৮ রেটিং। নিউজিল্যান্ড (৯৯), দক্ষিণ আফ্রিকা (৯২), শ্রীলঙ্কা (৮৫) ও ওয়েস্ট ইন্ডিজের (৬৫) অবস্থান যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম।

তথ্যসূত্রঃ কালের কন্ঠ

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5359
Post Views 375