MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ইংল্যান্ডকে ১০ উইকেটে হারাল পাকিস্তান

In ক্রিকেট দুনিয়া - Aug 14 at 10:14pm
ইংল্যান্ডকে ১০ উইকেটে হারাল পাকিস্তান

চতুর্থ ও শেষ টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।

রোববার টেস্টের চতুর্থ দিনে ইয়াসির শাহ'র বোলিংতোপে ইংলিশরা তাদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করে ২৫৩ রান। এতে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০।

দুই ওপেনার সামি আসলাম এবং আজহার আলী উইকেট অক্ষুণ্ণ রেখে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল জয় এনে দেন।

এই জয়ের ফলে ৪ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ এ সমতায় শেষ হলো।

এই টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করে ইংলিশরা। মঈন আলীর শতকে প্রথম ইনিংসে ৩৫৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা। মঈন ১০৮ রান করেন।

পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে বল হাতে দারুণ করেন সোহাইল খান। তিনি ৫ উইকেট তুলে নেন।

জবাবে পাকিস্তান ইউনূস খানের ডাবল সেঞ্চুরি এবং আসাদ শফিকের সেঞ্চুরিতে ৫৪৩ রান সংগ্রহ করে। ইউনূস ২১৮ এবং শফিক ১০৯ রান করেন।

২১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। তবে ইয়াসির শাহর ঘূর্ণিতে ২৫৩ রানেই শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। এতে ৪০ রানের টার্গেট পায় পাকিস্তান। যা খুব সহজেই উতরে যায় সফরকারীরা।

প্রসঙ্গত, সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান জিতলেও পরের দুই টেস্ট জিতে নেয় কুক বাহিনী। তবে শেষ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান।

তথ্যসূত্রঃ প্রথম আলো

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5367
Post Views 249