MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন সোনম!

In বিবিধ বিনোদন - Aug 14 at 2:25pm
সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন সোনম!

মেলবোর্নে ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সোনম কাপুর। তার জনপ্রিয় ছবি ‘নির্জা’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।

শুধু তা-ই নয়, অস্ট্রেলিয়ার একটি রাজ্য ভিক্টোরিয়ার গভর্নরের আমন্ত্রণও পেয়েছেন সোনম। ১২ আগস্ট মেলবোর্নে ভারতীয় চলচ্চিত্র উৎসবে যোগ দেন সোনম কাপুর। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের গভর্নর লিন্ডা ডেসাউ তাকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান।

অভিনেত্রীর একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, সোনম পুরস্কার গ্রহণ অনুষ্ঠানের আগেই লিন্ডা ডেসাউয়ের সঙ্গে দেখা করেন। নারী ক্ষমতায়নে একজন শক্তিশালী সহযোগী হিসেবে নিজেকে তুলে ধরেন।

গভর্নরও জেন্ডার ইস্যুতে সোনমের দৃঢ় মতামতের কথা শুনেছেন। সরাসরি সোনমের কাছ থেকে অবশ্য এ বিষয়ে কোনো মতামত পাওয়া যায়নি।

Googleplus Pint
Noyon Khan
Posts 2754
Post Views 302