MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মুক্তি পেল ‘জুলফিকার’ ছবির ট্রেলার!

In সিনেমা জগৎ - Aug 13 at 7:48am
মুক্তি পেল ‘জুলফিকার’ ছবির ট্রেলার!

মুক্তি পেল সৃজিত মুখার্জি পরিচালিত ‘জুলফিকার’ ছবির ট্রেলার। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, দেব, যিশু সেনগুপ্ত, পরমব্রত, অঙ্কুশ, কৌশিক সেন, রুদ্রনীল ঘোষ, পাওলি দাম, নুসরাত। সঙ্গীত পরিচালনার কাজ করেছেন অনুপম রায়। ‌ জুলিয়াস সিজার ও অ্যান্টোনি ও ক্লিওপেট্রা নাটক অবলম্বনে তৈরি সৃজিতের নতুন ছবির বেশিরভাগ শুটিং হয়েছে খিদিরপুর ডকে।

কলকাতার মুসলিম প্রধান এলাকার জীবন যাপন, নিঃশব্দে চলতে থাকা অপরাধ, সম্পর্কের টানাপোড়েন, ট্রেলারে আঁচ মিলেছে সব কিছুরই।

শেক্সপিয়ারের নাটকের চরিত্রদের আদলেই তৈরি হয়েছে ছবির প্রতিটি চরিত্র। গত বছর পুজার গোড়ায় মুক্তি পেয়েছিল চতুস্কোন, বক্স অফিসে সাফল্য পেয়েছিল অপর্ণা সেন, পরমব্রত, চিরঞ্জিত গৌতম ঘোষ অভিনীত ছবি।

আর এ বছর একেবারে ষষ্ঠীর দিন, ৭ অক্টোবর মুক্তি পাচ্ছে জুলফিকার। ‌

সূত্র: ‌আজকাল

Googleplus Pint
Noyon Khan
Posts 2734
Post Views 499