MysmsBD.ComLogin Sign Up

অক্ষয়ের ‘টয়লেট’!

In সিনেমা জগৎ - Aug 12 at 5:40pm
অক্ষয়ের ‘টয়লেট’!

১২ আগস্ট মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা রুস্তম। এছাড়া এ অভিনেতা এখন ব্যস্ত জলি এলএলবি সিনেমার পরবর্তী কিস্তির শুটিং নিয়ে।

শোনা যাচ্ছে, এরপর টয়লেট-এক প্রেম কথা শিরোনামের একটি সিনেমায় অভিনয় করবেন অক্ষয়। আর এ সিনেমায় তার সঙ্গে দেখা যাবে দম লাগাকে হাইশা খ্যাত অভিনেত্রী ভূমি পেডনেকারকে। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিনেমাটি নির্মাণ করবেন নীরাজ পাণ্ডে। এর আগে স্পেশাল ২৬, বেবি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন অক্ষয়-নীরাজ। কিন্তু এতোকিছু থাকতে সিনেমার নাম টয়লেট কেন? এমন প্রশ্ন অনেকের মনে। জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত অভিযান’র উপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে।

বর্তমানে কমেডি ঘরানার এ সিনেমাটির চিত্রনাট্যের কাজ চলছে। আগামী ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর আগামী বছরের প্রথম ভাগে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলেও জানা গেছে।

তথ্যসূত্রঃ কালেরকন্ঠ

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7066
Post Views 440